পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৬টি কোম্পানির ১৪ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৮৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭০৭ কোটি ৪০ লক্ষ ৬ হাজার ৭০৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে ৬২৮১.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৩০ পয়েন্ট কমে ২১৯০.৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.২৫ বেড়ে ১৩৬৬.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ইস্টার্ন হাউজিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিক, জেমিনী সী ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসী ফুটওয়ার ও আমরা নেটওয়ার্ক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- লিগ্যাসী ফুটওয়ার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, জেমিনী সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ওআইম্যাক্স ইলেক্ট্রোড, প্রিমিয়ার সিমেন্ট ও নাভানা সিএনজি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বিজিআইসি ও ইন্ট্র্যাকো রিফুয়েলিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭০৩৬৩৫৪৮৬০৮২.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকে মিশ্র অবস্থা, কমেছে লেনদেন https://corporatesangbad.com/30085/ |