রেকর্ড ডেটের পর দর অপরিবর্তিত ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের

Posted on May 22, 2023

নিজস্ব প্রতিবেদক : বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর অপরিবর্তিত রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারে। সোমবার শেয়ারটির দর ৮ টাকা ৯০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ৫.৬৫ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৯ টাকা ৮০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৮ টাকা ৯০ পয়সা। এর বিপরীতে সোমবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৮ টাকা ৯০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর ৮ টাকা ৯০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।