তাল্লু স্পিনিংয়ের টিকে থাকা নিয়ে অডিটরের সংশয়

Posted on January 4, 2023

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তাল্লু স্পিনিং মিলসের নিরীক্ষক তার মতামতে জানিয়েছেন, কোম্পানিটি ২০২০, ২০২১ ও ২০২২ হিসাব বছরে যথাক্রমে ৩০ কোটি, ২৮ কোটি ৬৭ লাখ ও ২৬ কোটি ৯৬ লাখ টাকা নিট লোকসান গুনেছে।

এ অবস্থায় কোম্পানিটি ঋণ পরিশোধের সক্ষমতা হারাতে পারে। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ১৫ কোটি ৮১ লাখ টাকা আর্থিক ব্যয়ের সঙ্গে পরিচালন লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি টাকায়। কোম্পানিটির আর্থিক ব্যয় পরিশোধের সক্ষমতা নেই। ফলে কোম্পানিটি ঋণদাতাদের কাছ থেকে ঋণ পাওয়ার সুযোগ হারাতে পারে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি কোম্পানিটির ঋণ পুনঃতফসিল করতে রাজি না হয় তাহলে কোম্পানি চলতি মূলধনের সংকটে পড়ে যাবে এবং মূলধনি ব্যয় নির্বাহে তহবিলস্বল্পতায় ভুগবে। এতে ভবিষ্যতে কোম্পানিটির টিকে থাকা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে বলে মনে করছেন নিরীক্ষক।