যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিস্যু বোঝে না: রোনাল্ডো

Posted on January 4, 2023

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সৌদি আরবের ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। এই ক্লাব থেকে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন সিআরসেভেন। তাঁকে মঙ্গলবার রাতে একেবারে রাজার মতো বরণ করে নেওয়া হল। সিআরসেভেন-কে বরণ করে নেওয়ার সেই একাধিক ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে হট কেক-এর মতো।

https://twitter.com/i/status/1610320273055547393

আল নাসরে নাম লেখানোর পর থেকেই পর্তুগালের মহাতারকাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সৌদি আরবের ফুটবলপ্রেমীরা। অন্যতম সেরা ফুটবলারকে কখন আর কোথায় আল নাসেরের সমর্থকদের সামনে উন্মোচন করা হবে—এ প্রশ্ন সবার। ফুটবলপ্রেমীদের এই অপেক্ষার অবসান হয়ে গেল। সবার সামনে আসার আগে সাংবাদিক সম্মেলন করে 'সি আর সেভেন'।

সেখানে তিনি বলেন, 'ইউরোপের ফুটবলে আমার কাজ শেষ। এবার এশিয়ার ফুটবলের জন্য কিছু করতে চাই। গোলার্ধের এই প্রান্তে ফুটবল অনেক এগিয়েছে। শুধু পুরুষদের ফুটবল নয়, মহিলা ফুটবলের জন্য অনেক কাজ হচ্ছে। সেই কাজের সঙ্গে আমিও এগোতে চাই।'

https://twitter.com/i/status/1610325528703078401

কিন্তু তাঁর ইউরোপ ছেড়ে আসা নিয়ে অনেকে কটাক্ষ করেছেন। সেই নিন্দুকদের একহাত নিলেন পর্তুগিজ মহাতারকা। তিনি যোগ করেন, 'যারা কটাক্ষ করে তাঁরা ফুটবলের কিস্যু বোঝে না। শুধু এশিয়া নয়, আফ্রিকার ফুটবল অনেক বদলে গিয়েছে। সেটা এবারের বিশ্বকাপ দেখলেই বোঝা যায়। গত ১০-১৫ বছরে ফুটবল অনেক বদলে গিয়েছে। এশিয়ার দলগুলো এবারের বিশ্বকাপে যথেষ্ট ভালো ফল করেছে। আমার মতে ফুটবলের বিশ্বায়ন হয়েছে। আমি জানি সৌদি আরবের লিগ বেশ কঠিন। কোচ চাইলে আগামি কয়েক ঘন্টার মধ্যে মাঠে নেমে যেতে পারি।

https://twitter.com/i/status/1610326697164914688

মঙ্গলবার রাতের দিকে রোনাল্ডোকে সবার সামনে নিয়ে এল আল নাসের ক্লাব কর্তৃপক্ষ। আল নাসরের ৩০ হাজার আসনের স্টেডিয়াম মারসুল পার্কে তাঁর পরিচয় পর্ব আয়োজন করা হল। পাঁচটি ব্যালন ডি’ওরজয়ী ফুটবলার ভোরবেলা পরিবার নিয়ে সৌদি আরবে পৌঁছে গিয়েছিলেন। মাদ্রিদ থেকে রোনাল্ডোর প্রাইভেট জেট সৌদির রাজধানী ভোরবেলা রিয়াদে পৌঁছে গিয়েছিল। বিমানবন্দরেই ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে তাঁকে। খুদে ভক্তদের কাছে পেয়ে তাঁকে বেশ উচ্ছ্বসিত দেখা গিয়েছে। রোনাল্ডোর আগমন ও তাঁকে বরণ করে নেওয়ার একাধিক ছবি আল নাসের নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে।

https://twitter.com/i/status/1610334082151456768

অবশ্য রোনাল্ডো পা রাখার আগেই গোটা রিয়াদ শহর ছেয়ে গিয়েছে তাঁর ব্যানার–পোস্টারে। আল নাসেরের হোম জার্সির রংয়ের সঙ্গে মিল রেখে হলুদ লাইট রাস্তার ধারে লাগানো হয়েছে। ক্লাবে পৌঁছেই চুক্তিপত্রে সই করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের প্রাক্তন ফরোয়ার্ড। এরপর নিয়মমাফিক হয়েছে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। তারপরেই সপরিবারে রাজাকে বরণ করে নিল আল নাসের। রোনাল্ডোও দারুণ খোশ মেজাজে ছিলেন। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে হারলো শ্রীলঙ্কা

কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন ডেভিড মালান

বিপিএলের টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০, সর্বনিম্ন ২০০