প্রিমিয়ার ব্যাংকের মোংলা শাখার শুভ উদ্বোধন

Posted on May 22, 2023

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি খুলনার বাঘেরহাটে প্রিমিয়ার ব্যাংকের মোংলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মোংলা শাখার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী। (রায় মার্কেট-২, ২য় তলা, দিগরাজ বাজার, মোংলা বন্দর, বুড়িরডাঙ্গা, বাগেরহাট)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস এবং দিগরাজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ তুষার কুমার গাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা শাখার এভিপি ও ম্যানেজার, রফিকুল ইসলাম এবং গোপালগঞ্জ শাখার এসএভিপি ও ম্যানেজার, হাবিবুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।