সুন্দরবন গ্যাস কোম্পানির সাথে ইন্ট্রাকোর চুক্তি

Posted on May 22, 2023

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সাথে সুন্দরবন গ্যাস কোম্পানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে। গতকাল ২১ মে কোম্পানি দুইটির মধ্যে সিএনসি গ্যাস সরবরাহের চুক্তি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী কোম্পানিটি ভোলা থেকে ঢাকায় গ্যাস সরবরাহ করবে। প্রথম ধাপে সুন্দরবন গ্যাস কোম্পানি ৫ এমএমসিএফ গ্যাস বন্টন করবে। এ পরযায়ে ৩ থেকে ৪ মাসের মধ্যে গ্যাস দেওয়া হবে।

আর দ্বিতীয় ধাপে ১২ মাসে গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যামান চাহিদা অনুযায়ী ২০ এএমসিএফডি গ্যাস দেওয়া হবে।