মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজাররে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মৌলভীচরের একটি বাড়িতে আগুন লেগে ঘুমান্ত অবস্থায় একটি শিশু আগুনে পুড়ে মারা গেছে।
রবিবার (২১ মে) রাত ১ টার সময় দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ওসমা মণি (৭)। সে হালকাকারা এলাকার মৌলভীরচরের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ ওসমানের মেয়ে।
স্থানীয়রা ধারণা করেন, মৌলভীরচরের মো. বাহাদুর মিস্ত্রির বসতঘরে দক্ষিণ কোনায় অবস্থিত চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার ১০ মিনিটের মধ্যে লেলিহান শিখা বাড়ির সব প্রান্তে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় ওসমানের মেয়ে ওসমা মণির। বাড়িতে বাহাদুর মিস্ত্রি, তাঁর ভাই মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ মিজান স্ত্রী-সন্তান নিয়ে আলাদা আলাদা ঘরে থাকতেন।
নিহত শিশুর মা শাহেনা আক্তার বলেন, আমার ছেলে মেয়ে তিন জন। ২ ছেলে ১ মেয়ে। আমি রাতে আমার ২ ছেলে নিয়ে ঘুমিয়ে পড়ি বড় ছেলের বয়স ১০ বছর আর ছোট ছেলের বয়স ২২ মাস। বাড়িতে আগুন লাগার পর পর আমি আমার ২ ছেলেকে নিয়ে বাড়িতে থেকে বের হতে পারলেও আমার মেয়েটি বের হতে পারে নাই ফলে আমার মেয়েটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া তিনি আরেক রুমে তার চাচির সাথে ঘুমানো ছিল।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত শিশু ওসমা মনির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়াতে আগুন পুড়ে শিশুর মৃত্যু https://corporatesangbad.com/29850/ |