সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ও রশিকপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে মামুন, সানমুন, টোকন নামের ৩ যুবক আহত । তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার রাতে মুজিবনগর উপজেলা রশিকপুর ব্রিজের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত মামুন রশিকপুর গ্রামের খোকন শেখের ছেলে, সানমুন একই গ্রামের শামসুদ্দোহা ছেলে এবং টোকন মাজিদুল ইসলামের ছেলে।
জানা গেছে করোনা কালীন সময়ে একটি খেলাকে কেন্দ্র করে রসিকপুর গ্রামের মানিকদের সাথে বাগোয়ান গ্রামের বনি আমিন সহ কয়েকজন যুবকের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে শনিবার রাতে মানিকসহ আহত অন্যরা রশিকপুর ব্রিজের কাছে ঘুরতে গেলে বনি আমিনের সঙ্গে তার বন্ধুরা মানিকদের উপর হামলা চালাই এ সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মুজিবনগরে পূর্ব শত্রুতার জের ধরে ৩ যুবক আহত https://corporatesangbad.com/29821/ |