মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: উচ্চ আদালতের নিৰ্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা গায়েবি মামলা, নির্বিচারে গ্রেফতার মিথ্যা মামলা পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ মে) সকালে শহরের বনানীস্থ বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে সময় টিভির ক্যামেরাম্যান সহ বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়েছে।
জানাগেছে, আজ সকালে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বনানীস্থ বিএনপির জেলা কার্যালয়ের সামনে এক জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। বিভিন্ন ইউনিট থেকে একে একে মিছিল নিয়ে জরো হতে থাকে কার্যালয়ের সামনে। অপর দিকে সরকার কলেজে যুবলীগের শান্তি সমাবেশে যোগদিতে বনানী সড়ক প্রদক্ষিণ কালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শান্তিপূর্ণ জনসমাবেশে হটাৎ ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ, যুবলীগ হামলা চালায়। এতে বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পটুয়াখালীতে বিএনপির জনসমাবেশে হামলা, সংবাদকর্মীসহ আহত ২৫ https://corporatesangbad.com/29681/ |