সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার প্রাচীন গ্রাম রাবান। সেখানকার আনারসের খ্যাতি দেশজুড়ে। রাবানের আনারসের স্বাদ ও গুনগত মানের কারণে আলাদা খ্যাতি রয়েছে। এ মৌসুমে ভাল ফলন পেতে কৃষকদের সব ধরণের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
নরসিংদীর পলাশ উপজেলার রাবানের আনারস মানেই রসে ভরপুর, আর স্বাদে যেনো অমৃত। শত শত বছর ধরে এই গ্রামে মৌসুমি ফলটির চাষ হচ্ছে। এসব আনারসকে ঘোড়াশাল জাতের বলা হলেও সবাই বলেন, অনবদ্য স্বাদের কারণ রাবান গ্রামের মাটির গুণ।
এবছর সময়মতো বৃষ্টি হওয়ায় আনারসের ফলন ভালো। তাই লাভের আশা করছেন কৃষক ও পাইকারী বিক্রেতারা। বিভিন্ন এলাকার ক্রেতারা ভীড় জমাচ্ছেন রাবান এলাকায়।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. ছাইদুর রহমান বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে রাবানের আনারস চাষ বাড়তে নানা সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এ বছর জেলার ৩০৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে এই আনারস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নরসিংদীতে রাবানের সুস্বাদু আনারসের খ্যাতি দেশজুড়ে https://corporatesangbad.com/29678/ |