Corporate Sangbad | Online Bangla NewsPaper
জানা অজানা

পম্পেই নগরী থেকে ৭৮ খ্রিষ্টাব্দের ২ কঙ্কাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির প্রাচীন পম্পেই নগরী থেকে খনন কাজ চালিয়ে দুইটি কঙ্কালের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা। ৭৮ খ্রিষ্টাব্দের ভূমিকম্পে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। সে সময় ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্পে পম্পেই নগরী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় বহু মানুষের।

মনে কর হচ্ছে, কঙ্কালদুইটি ৫৫ বছর বয়সী পুরুষদের। এগুলো কাস্টি আমান্টি বা পবিত্র প্রেমীদের হাউজে একটি প্রাচীরের নীচে পাওয়া গেছে। এলাকাটি আগ্নেয়গিরির উপাদানে ঢেকে যাওয়ার আগে ধসে পড়েছিল।

পম্পেই হচ্ছে নেপলস থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। জায়গাটিতে প্রায় ১৩ হাজার মানুষের বসবাস ছিল। সেখানে একটি অগ্ন্যুৎপাতের শক্তি ছিল কয়েকটি পারমাণবিক বোমার সমান। এতে ওই এলাকা বিধ্বস্ত হয়ে যায়।

পম্পেই প্রত্নতাত্ত্বিক পার্কের পরিচালক গ্যাব্রিয়েল জুচট্রিগেল বলেছেন, আগ্নেয়গিরির ছাই দ্বারা নয় বরং ভবন ধসে মারা যায় তারা। তাদের ভাঙা হাড়ের মধ্যে দেয়ালের টুকরো পাওয়া গেছে।

জার্মান এই প্রত্নতত্ত্ববিদ বলেন, আধুনিক খনন কাজের মাধ্যমে ওই দুর্যোগ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাচ্ছে। কারণ মাত্র দুইদিনের অগ্ন্যুৎপাতের ফলে পুরো শহরটি ধ্বংস হয়েগিয়েছিল।

পম্পেই নগরীতে পানি ও ড্রেনেজের সুব্যবস্থা ছিল। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্রও ছিল এই নগরী।

গত তিনশ’ বছর ধরে পম্পেই নগরীর ভগ্নাবশেষে চলছে খনন ও অনুসন্ধান। হয়তো এখনো অনেক রহস্য লুকিয়ে আছে এই ধ্বংসপ্রাপ্ত প্রাচীন নগরীতে।

আরো খবর »

বাংলাদেশে ভ্যাট চালু হয়েছিল যেভাবে

ব্রিটিশ রাজার কাজ কী? কতোটা জনপ্রিয় রাজপরিবার

পাখি শরীরেই তৈরি করে বিষ, ছুঁলেই মৃত্যু!

উজ্জ্বল হোসাইন