মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুরে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ১৯৮১ সালের এদিনে প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনাবলীর স্মৃতিচারণ করেন।দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হতে পৌর নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
সভায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কক্সবাজারে শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত https://corporatesangbad.com/29351/ |