সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

Posted on May 17, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬০টি কোম্পানির ১৩ কোটি ৫৯ লক্ষ ১০ হাজার ৪৪৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১১ কোটি ৯৮ লক্ষ ৫৯ হাজার ৩৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪.০৪ পয়েন্ট বেড়ে ৬২৮১.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.০৪ পয়েন্ট কমে ২১৯৩.৩২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫১ কমে ১৩৬৮.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, সী পার্ল বীচ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অগ্নী সিস্টেম, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিক হোটেল, জেমিনী সী ফুড, ইস্টার্ন হাউজিং ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আল-হাজ¦ টেক্সটাইল, মেঘনা ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, এক্সপ্রেস ইন্স্যরেন্স, পেপার প্রসেসিং ও গ্লোবাল ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল টি, জিবিবি পাওয়ার, খান ব্রাদার্স পিপি, বিডি ওয়েল্ডিং, এমজেএল বাংলাদেশ, ফারইস্ট নিটিং, এক্সিম ব্যাংক, সোনালী আাঁশ, শ্যামপুর সুগার ও ন্যাশনাল ফিড মিল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭০৬০১২৪৫৯৫৫৫.০০।