ব্যয় কমাতে আর্থিক প্রতিষ্ঠানের বৈঠকও হাইব্রিড পদ্ধতিতে

Posted on May 17, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্যয় কমাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সব সভা ও বৈঠকে অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায়, এমন সভাসমূহ হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার পরামর্শ দেওয়া হলো।

এর আগে করোনার সময়ে অনলাইনে পর্ষদ সভাসহ বার্ষিক সাধারণ সভার (এজিএম) মতো গুরুত্বপূর্ণ সভা আয়োজন করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয় কমাতে সরকারের কঠোর পরিশ্রমের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দেশ এখনও চাহিদা মেটাতে লড়াই করছে, কারণ এরইমধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাচ্ছে।