এফ এইচ ফারহান : সমগ্র বিশ্ব আজ থমকে রয়েছে অদৃশ্য এক অণুজীবের থাবায়। এ যেন সুপ্তাবস্থায় বেড়ে ওঠা স্ব-প্রশিক্ষিত ক্ষেপনাস্ত্র। ছুটাছুটির পথ বন্ধ করে প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে মরণঘাতী করোনা ভাইরাস ( কোভিড-১৯ ) ; যার পরিণাম ভোগ করতে হচ্ছে পৃথিবীর রাজা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সকলকেই !
চলমান বাস্তবতার বাইরে আমরা কেউই নই, সামনে কি অপেক্ষা করছে তাও জানি না। শুধু এটুকু জানি যে, নিজেকে বাঁচাতে হবে। আমার মতো গ্রামগঞ্জের মৃত্তিকায় বেড়ে ওঠা মানুষের ভাষায় - নিজে বাঁচলে বাপের নাম ! কিন্তু তার অর্থ এই নয় যে, আমি আরেকজনের দুর্ভোগ প্রত্যাশী হবো। কেননা উপরওয়ালার দরবারে গণিতের এই হিসাব মেলানো কোনোভাবেই সম্ভবপর নয়।
করোনা ভাইরাস ব্যক্তি অথবা কারো রাজনৈতিক পরিচয় দেখে হানা দিবে না। তাই ক্রমবর্ধমান এই দুর্যোগকালীন মুহূর্তে ব্যক্তি কিংবা দল বিদ্বেষী না হয়ে মানবিক মূল্যবোধ ধরে রাখা জরুরি।
মানুষ প্রকৃতিরই অধীন। আর প্রকৃতিতে বেড়ে ওঠা প্রাণীগুলোর বন্ধন দৃঢ় হয় মানুষের ভালোবাসায়। ভালোবাসায় প্রকৃতি শীতল হয়। ফলে তার সৌন্দর্য্যকে সে বিছিয়ে দেয় রঙিন সব মায়ায়।
একইসাথে ব্যক্তিসুরক্ষা ফরয ইবাদাত ; আর স্রষ্টার সৃষ্টি তথা মানুষকে ভালোবাসার অর্থ সেই স্রষ্টারই আনুগত্য প্রকাশ, যিনি সকল ইবাদাতের একমাত্র সত্ত্বাধিকারী। তাই স্রষ্টার রহমত ও প্রকৃতির সুভাষিত মায়াজালে নিজেদের আবদ্ধ করতে সামাজিক দূরত্ব বজায় রেখে আত্মরক্ষার পাশাপাশি সবাইকে এক হয়ে ভাবতে হবে কিভাবে অসহায়দের পাশে দাঁড়ানো যায়।
দোষ-গুণ সবারই থাকে। বেঁচে থাকলে এগুলো খুঁজে বের করার যথেষ্ট সময় পাবো আমরা।
ভেবে দেখুন, যে জাতি সর্বদা বিবাদগ্রস্থ থেকেও সকল দুর্যোগকালীন পরিস্থিতি থেকে নিজেদের উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে। তারা এক হয়ে লড়লে করোনা মোকাবেলা কতোটা সহজতর হবে। তাই কিছুদিনের জন্যে হলেও আসুন সবাই এক হয়ে যাই। জাতি, ধর্ম-বর্ণ ভুলে আসুন ভালোবাসা বন্টন করি নিজেদের মধ্যে ; একে অপরকে নিচের দিকে না ঠেলে মানবিক হই নিদ্রাবিচ্ছিন্ন সৃষ্টির প্রতি..একটা সুরক্ষা বেষ্টনী আর একটু ভালোবাসা। এতেই শক্তি, এতেই মঙ্গল।
লেখক : এফ এইচ ফারহান, কলামিস্ট
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দুর্যোগে বিভেদ নয়, এক হয়ে লড়াটা জরুরি https://corporatesangbad.com/292518/ |