সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এরশাদ শেখ (২০) নামের এক এক তাঁত শ্রমিক আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ মে) রাত ১১ টার দিকে উপজেলার জামতৈল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এরশাদ শেখ জেলার বেলকুচি উপজেলার তামাই বুনিয়া পাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১ টার দিকে ঢাকা থেকে চিত্রা এক্সপ্রেস খুলনা যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এরশাদ শেখ নামের এই তাঁত শ্রমিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মতিন শেখ বলেন, খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এরশাদ শেখ নিহত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা https://corporatesangbad.com/28941/ |