তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোহন রবিদাস (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলাধীন সোনাছড়া চা বাগান এলাকা থেকে মোহন রবিদাসকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ৮ টার সময় শ্রীমঙ্গল থানার এসআই জীবন বাগতিও মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ৮ নং কালীঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগানের ১নং লাইনের আটককৃত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় আটককৃত ব্যক্তির বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে দুটি ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম করে, মোট ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত মোহন রবিদাস সোনা ছাড়া চা বাগানের বিশ্বনাথ রবিদাসের ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১ কেজি গাঁজাসহ আটক ১ https://corporatesangbad.com/28904/ |