সিএসই-৩০ সূচক সমন্বয় হলো

Posted on January 3, 2023

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয়ের পর এ সূচকে নতুন করে ৮টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর আগের ৮টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এই সূচক কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সূচকে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডেল্টা ব্র্যাক হাউজিং, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

এই সূচক থেকে বাদ পরা কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, বারাকা পতেঙ্গা পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, গ্রিন ডেলটা ইন্সুরেন্স কোম্পানি, লিন্ডে বাংলাদেশ, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং তিতাস গ্যাস।