ঘূর্ণিঝড় মোখা: মাটিতে গর্ত করে লবণ সংরক্ষণ

Posted on May 14, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপকূলীয় এলাকা বদরখালী ইউনিয়নের নাপিতখালী ৯ নং ওয়ার্ড বেড়িবাঁধে ভাঙ্গন ধরায় আতঙ্কিত ওই এলাকার জনসাধারণ ও লবন চাষিরা। শত কোটি টাকার লবণ দ্রুত সরিয়ে নিতে ব্যস্ত চাষিরা।

ঘূর্ণিঝড় ‘মোকা’ ১০ নং সতর্ক মেনে চলতে বলায় অনেকে গর্ত করে মাটির নিচে লবণ মজুদ করছে। অনেকে ট্রলারে লবণ মজুদ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার কথা থাকলে ঘূর্ণিঝড়ের যেকোনো মহূর্তে আঘাত হানার ভয়ে ঘাটে ট্রলারে লবণ সঠিক গন্তব্যে পৌঁছা নিয়ে অনিশ্চিয়তায় ভোগছেন।

লবণ চাষি আমির হোসাইন বলেন, আমার ৬ কানি লবণের চাষে প্রায় দেড় কোটি টাকার লবণ রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে যেকোনো মহূর্তে নিমেষে ধ্বংস হয়ে যেতে এসব। তারপরও যত দ্রুত সম্ভব মাটির নিচে সংরক্ষণ করার চেষ্টা করছি। আরও প্রায় ২০ লাখ টাকার লবণ অসংরক্ষিত রয়েছে। ভাগ্য খারাপ হলে কপালে হাত দেওয়া ছাড়া উপায় দেখছিনা।

ঢেমুশিয়ার লবণ চাষী মোহাম্মদ নুরুল হুদা বলেন,আমার লবণ মাঠে রয়েছে।সে লবণ গুলো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছি।তবে ভারি বৃষ্টিপাত হলে লবণগুলো ক্ষতি হওয়ার শংকায় আছি।

অনেক লবণ ব্যবসায়ী জানান,আমরা অনেক লবণ বোটে নিয়ে রেখেছি।কিন্তু ঘূর্ণিঝড় "মোখা"র কারণে সে বোট বা ট্রলার গুলো নিরাপদ স্থানে রাখতে হচ্ছে।কখন আমরা লবণ নিয়ে গন্তব্য স্থানে পৌছতে সেটা নিয়ে চিন্তায় আছি।