আশ্রিতের সংখ্যা ২ লাখ ছাড়লো

Posted on May 14, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার জেলায় ঘূর্নিঝড় মোখার কারনে খোলা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের সংখ্যা ২ লাখ ছাড়লো।

জেলার ৬৩৬ টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ২৮ হাজার ২৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। তার মধ্যে সেন্টমার্টিনের ৩৭টি আশ্রয় কেন্দ্রে ৬ হাজার জন অবস্থান করছে। এ তথ্য রাত ৩ টা নাগাদ কক্সবাজার জেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রন কক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে।

এদিকে সেন্টমার্টিনে অবস্থান করা মুবিন উদ্দিন নামের এক ব্যক্তির সাথে মোবাইলে আলাপ করে জানা যায়, সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাথে দমকা হাওয়া বইছে। অন্যদিকে সেন্টমার্টিন নিয়ে ফেইসবুকে নানান অসমর্থিত সূত্রের বরাত দিয়ে অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলে দাবী করেন মুবিন উদ্দিন।

কিছু আগ পর্যন্ত ঘূর্নিঝড় মোখা কক্সবাজার থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো। ১০ নম্বর মহাবিপদ সংকেত এখনও বলবৎ আছে।