তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: বৈশাখের শেষদিক এখনও রয়েছে অনাবৃষ্টি ও দাবদাহ। সর্বত্র টানা কাঠফাঁটা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আউশ আবাদে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (১৩ই মে) সকাল ১০টার দিকে হায়দরগঞ্জ মসজিদ সংলগ্ন মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
হায়দরগঞ্জ টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাওলানা জাফর আহমদ এ বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। বৃষ্টি চেয়ে ‘সালাতুল ইস্তিসকার’ এ নামাজে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট ও কৃষিজমি সহ জনজীবন বিপর্যস্ত। তীব্র কাঠফাঁটা খরায় ফলস উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।
নামাজ শেষে টাট্রিউলি গ্রামের কৃষক জয়নাল মিয়া বলেন, টানা খরায় আমাদের ফসলাদি নষ্ট হচ্ছে। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সাথে সাথে খানা খোরাকের ফসল ও নষ্ট হচ্ছে জমিতে। তাই মহান আল্লাহর নিকট আমরা বৃষ্টির জন্য দোয়া করেছি। এই সংকট নিরসনে আল্লাহর রহমত বর্ষিত হোক সবার জীবনে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তীব্র তাপদাহে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় https://corporatesangbad.com/28645/ |