মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’র ৮নং মহা বিপদ সংকেত জারি করায় কক্সবাজার ছাড়ছেন বেড়াতে আসা পর্যটকরা। বেড়াতে আসা ১হাজারেরও বেশি পর্যটক কক্সবাজার ছাড়তে শুরু করেছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কলাতলী পয়েন্টের গাড়ি কাউন্টারে গিয়ে কথা হয় কয়েকজন পর্যটকের সাথে। তারা বলেন, ঈদের ছুটিতে কক্সবাজার আসতে না পারায় ৫দিনের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসি। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার ছাড়তে হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হতে পারে তাই বাড়ি ফিরে যাচ্ছি।
এসময় কথা হয় মুনিরুল আলম ও রেবেকা নুর নামের এক দম্পতির সাথে। তারা জানান, শুক্রবার সকালেই কক্সবাজার এসেছিলেন তিন দিনের ছুটি কাটাতে। কিন্তু ৮নং বিপদ সংকেত ঘোষণার পর ভয়ের কারণে রাতেই ঢাকায় ফিরে যাচ্ছি।
এদিকে ট্যুর গাইড এসোসিয়েশন অব কক্সবাজারের সাধারণ সম্পাদক কামরুল হাসান বাপ্পি জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে পর্যটকরা কক্সবাজার ছাড়ছেন। তিনি জানান, শনিবার থেকে পর্যটক শুণ্য হয়ে পড়বে কক্সবাজার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ঘূর্ণিঝড় ‘মোখা’ আতংকে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা https://corporatesangbad.com/28596/ |