ইমরানের মুক্তির খবরে উচ্ছ্বাস সাবেক স্ত্রী জেমিমার

Posted on May 12, 2023

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সর্বোচ্চ আদালত তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারকে অবৈধ আখ্যা দিয়ে তাৎক্ষণিক মুক্তির নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। খবর জিও নিউজের।

দেশটির সুপ্রিম কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় জেমিমা লিখেছেন, অবশেষে বোধ জয়ী হয়েছে। জানা গেছে, সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।

বৃহস্পতিবার (১১ মে) রাতে ইমরান খানের গ্রেফতার বেআইনি ঘোষণা করা হয়। একইসঙ্গে, তাৎক্ষণিকভাবে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

এর আগে, শীর্ষ বিচারপতিদের নির্দেশে বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ইমরান খানকে আবারও সুপ্রিম কোর্টে হাজির করা হয়। এদিন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে ‘এক ঘণ্টার মধ্যে’ পিটিআই চেয়ারম্যানকে আদালতে হাজির করার জন্য ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন বিচারপতিরা।

তবে বৃহস্পতিবারই বাড়ি ফেরা হয়নি না পিটিআই চেয়ারম্যানের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুক্রবার (১২ মে) সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) হাজির হতে হবে। সেখানে যে মামলায় ইমরান গ্রেফতার হয়েছিলেন, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

অন্যদিকে গ্রেফতারের একদিন পর ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চেয়েছিল।

ইমরান খানকে আদালতে তোলার আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে আশা করা যায়।