সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় শামীম রেজা (৩৫) নামের এক পশু চিকিৎসকের মৃত্যু । বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শামীম রেজা মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়নের সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে।
জানা গেছে নিহত শামীম রেজা ঘটনার সময় মোটরসাইকেল (মেহেরপুর ল-১১-৫১৫) যোগে বাড়ি থেকে মেহেরপুর প্রাণিসম্পদ অধিদপ্তর অফিসে আসার সময় চাঁদপুর সড়ক থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের উঠছিলেন। এ সময় মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল পরিবহনের (ঢাকা মেট্রো ব -৫৭০৬) একটি গাড়ি শামীম রেজার মোটরসাইলকে সজরে ধাক্কা মারে। শামীম রেজা রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা শামীম রেজাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় জনতা রয়েল পরিবহনের গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শামীম রেজা মোটরসাইকেল নিয়ে প্রধান সড়কে ওঠার পরপরই দ্রুতগামী রয়েল পরিবহনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। নিহত শামীমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মেহেরপুরে বাস চাপায় পশু চিকিৎসকের মৃত্যু https://corporatesangbad.com/28378/ |