আগামী মৌসুমে সৌদি ক্লাবে খেলবেন মেসি

Posted on May 10, 2023

স্পোর্টস ডেস্ক : আগামী মৌসুমে আল হিলালের জার্সি গায়ে মাঠে নামবেন লিওনেল মেসি ! ইতমধ্যেই সৌদি আরবের ক্লাবে সই করে দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। সংবাদসংস্থা এএফপি এমনটাই দাবি করেছে। এই তথ্য সত্যি হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর 'এল এম টেন' হবেন দ্বিতীয় ফুটবলার যিনি সৌদি আরবে খেলবেন। এর আগে মরুদেশের আর এক ক্লাব আল নাসেরে সই করেছিলেন 'সি আর সেভেন'।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে বলেছেন, 'মেসি ইতমধ্যেই চুক্তিপত্রে সই করে দিয়েছে। ও সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।" যদিও সেই সূত্র কোনও ক্লাবের নাম প্রকাশ করেননি।

গত মাসে সংবাদমাধ্যম জানিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল হিলাল আর্জেন্টাইন তারকাকে কিনতে বছরে ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। সেই সূত্র এএফপিকে আরও বলেছেন, ‘এটা একটা বিশেষ চুক্তি। বিশাল অঙ্কের। আমরা এই চুক্তি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাই না।"

এএফপি এই বিষয়ে মেসির বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে যোগাযোগ করেছিল। যদিও মেসির বর্তমান ক্লাবের তরফ থেকে বলা হয়েছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত পিএসজি-র সঙ্গে মেসির চুক্তি রয়েছে। যদিও পিএসজি-র অন্য এক কর্তার দাবি, "ক্লাব মেসির সঙ্গে চুক্তি নবীকরণ করতে চাইলে এতদিনে সেই কাজ মিটিয়ে ফেলা হত।"

কয়েক দিন আগে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। পরে পিএসজি-র অনুশীলনেও ফিরেছেন। এদিকে মেসি আবার সৌদি আরবের পর্যটনদূতের দায়িত্বও পালন করছেন। ফলে ৩৫ বছরের বিশ্বকাপজয়ী তারকাকে সৌদি আরবের ক্লাব ফুটবলে আশা করেছেন অনেকেই। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো গত জানুয়ারি মাসে আল নাসেরে যোগ দিয়েছিলেন।

সৌদির ক্লাব ফুটবলে আল নাসের ও আল হিলাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। ফলে অনেকেই ভেবে নিয়েছেন যে, মেসি আল হিলালে যোগ দিলে কেরিয়ারের শেষ দিকে এসে দুই মহতারকার পুরনো ডুয়েল ফের জমে উঠবে।

আল নাসেরে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি রোনাল্ডোর। শোনা যাচ্ছে ৩৮ বছর বয়সী রোনাল্ডোর এই চুক্তির মূল্য ৪০ কোটি ইউরোর বেশি। সূত্র মারফত এএফপি দাবি করেছে, মেসি ও রোনাল্ডোর চুক্তিতে সৌদি আরব সরকারের মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ভূমিকা রয়েছে। এটি বিশ্বের অন্যতম স্বাধীন সম্পদশালী ফান্ড, যার সম্পদের পরিমাণ ৬২ হাজার কোটি ডলার। ফলে এই ইস্যু নিয়ে যে টাকার খেলা চলছে সেটা বুঝে নিতে মোটেই অসুবিধা হয় না। এখন আদৌ মেসি কোন ক্লাবে সই করেন সেটাই দেখার।

আরও পড়ুন:

লরিয়াস পুরস্কার জিতলেন মেসি

রোনালদোকে সম্মান জানাবে লিসবন

৯ বছর পর শ্রীলংকাকে হারালো বাংলাদেশ