Corporate Sangbad | Online Bangla NewsPaper
ফটো গ্যালারীবিনোদন

বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না: শাকিব

বিনোদন ডেস্ক : ঈদুল-উল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব-বুবলী অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’। মুক্তির আগে থেকেই গুঞ্জন ছিল, এটি হতে যাচ্ছে শাকিব-বুবলীর শেষ সিনেমা। এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাকিব খান নিজেই পরিষ্কার করে দিলেন। বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন, একটা রোমান্টিক গান কিন্তু দুই শিল্পীর মধ্যে একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের।’

অভিনয়জীবনে এবারই প্রথম এমনটা হয়েছে উল্লেখ করে কিং খান বলেন, ‘আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনও ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।’

শাবিক তার ব্যক্তি জীবনে বুবলীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। এ প্রসঙ্গে শাকিব খান আরও বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, শবনম বুবলী পেশায় একজন সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা। সবগুলো সিনেমাই পেয়েছে দর্শকপ্রিয়তা।

উল্লেখ্য, শাকিব খানের আসছে সিনেমা ‘প্রিয়তমা’য় তার বিপরীতে বুবলীর অভিনয় করার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এ সিনেমায় কলকাতার ইধিকা অভিনয় করছেন বলে জানা গেছ।

আরো খবর »

পঞ্চম শিরোপা জিতল ধোনির চেন্নাই

নতুন সংসদভবন উদ্বোধনের ভিডিও পোস্ট, কটাক্ষের শিকার শাহরুখ

মেসিকে হারিয়ে বর্ষসেরা ফুটবলার এমবাপে