বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

Posted on May 10, 2023

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের দর কমেছে। দেশটির অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। ফলে সোমবার (৮ মে) নিরাপদ আশ্রয় ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, আগামী বুধবার ব্যাংক ঋণ ও মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর ওপরই আগামীতে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানো কিংবা বন্ধ করা নির্ভর করছে।

এ প্রেক্ষাপটে সপ্তাহের প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ২০২২ ডলার ৫২ সেন্ট।

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে ০.২৫ শতাংশ। আউন্সপ্রতি দাম স্থির হয়েছে ২০২৯ ডলার ৭০ সেন্টে।

এদিন অন্যান্য ৬ মুদ্রার বিপক্ষে ডলার সূচক পতন হয়েছে ০.২৫ শতাংশ। বর্তমানে তা ১০১.০৬ পয়েন্টে অবস্থান করছে।

এক্সিনিটির প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, ইউএস অর্থনীতিতে আরও সংকটের আশঙ্কা করা হচ্ছে। আঞ্চলিক ব্যাংকে ধস নামলে স্বর্ণের দাম বাড়তে পারে।