জেলা প্রশাসনের সম্ভাব্য ঘূর্নীঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা

Posted on May 10, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধিঃ সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো জেলা দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির পূর্ব প্রস্তুতি মূলক সভা।মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের শহীদ এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকরতাদের স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও ১২ মের মধ্যে মাঠ থেকে পাকা ধান ও লবন যাতে চাষীরা ঘরো তোলে সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিসিক কে ব্যবস্থা নিতে বলা হয়।
এসময় সরকরী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।