চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ৩ জনকে কারাদন্ড

Posted on May 9, 2023

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকবিরোধি অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৭শ’ ৩০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া।

সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বেগোপাড়ার মৃত শহীদ ইসলামের ছেলে আরিফ ইসলাম (২২), চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার বাবু মন্ডলের ছেলে স্বপন মন্ডল (২২) এবং শহরের বড় মসজিদপাড়ার মৃত আজিবর মন্ডলের ছেলে তপন মন্ডল (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধি অভিযান চালায়। এসময় শহরের হকপাড়া ফুড গোডাউনের পিছন থেকে ১১০ গ্রাম গাঁজাসহ আরিফ ইসলামকে, রেলপাড়ার থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ স্বপন মন্ডলকে এবং একই স্থান থেকে ২২০ গ্রাম গাঁজাসহ তপন মন্ডলকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড একই সাথে তাদেরকে ১শ’ টাকা জরে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।