নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১২ কোম্পানির পরিচালনা পর্ষদের আজ বুধবার (১০ মে) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী, সেনা কল্যাণ ইন্সুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ফিনিক্স ইন্সুরেন্স, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো কোম্পানি, ওয়ান ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং, এবং পূবালী ব্যাংক লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। বাকিগুলোর মধ্যে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো কোম্পানি, ডেল্টা ব্র্যাক হাউজিং, অগ্রণী ইন্সুরেন্স, সেনা কল্যাণ ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংক প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। আর শেফার্ড ইন্ডাষ্ট্রিজ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা বিকাল পৌনে ৩টায়, সেনা কল্যাণ ইন্সুরেন্সের বিকাল পৌনে ৩টায়, অগ্রণী ইন্সুরেন্সের বিকাল ৩টায়, ওয়ান ব্যাংকের বিকাল ৩টায়, প্রিমিয়ার ব্যাংকের বিকাল ৩টায়, মার্কেন্টাইল ব্যাংকের বিকাল সাড়ে ৩টায়, কর্ণফুলী ইন্সুরেন্সে বিকাল সাড়ে ৩টায়, শেফার্ড ইন্ডাষ্ট্রিজের বিকাল সাড়ে ৩টায়, পূবালী ব্যাংকের বিকাল ৪টায়, ফিনিক্স ইন্সুরেন্সের বিকাল সাড়ে ৪টায়, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বিকালে সাড়ে ৪টায়, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো কোম্পানির সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আজ ১২ কোম্পানির বোর্ড সভা https://corporatesangbad.com/28030/ |