ক্রেতা নেই ১৪৬ কোম্পানির শেয়ার

Posted on January 3, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৪৬ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৫টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। মিউচ্যুয়াল ফান্ড ও টেলিকমিউনিকেশন খাতে ১৭টি কোম্পানি ক্রেতাশূন্য। প্রকৌশল খাতের ১৫টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে জ্বালানি ও ফার্মা খাতে ১৪টি, বিমা খাতে ১০টি, খাদ্য খাতে ৬টি, আর্থিক খাতে ১৩টি, সিমেন্ট ও বিবিধ খাতে ৩টি, সিরামিক খাতে ২টি,আইটি, কাগজ, ট্যানারি, ভ্রমণ ও বিবিধ খাতে ১টি করে কোম্পানি।