তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন স্থবির

Posted on May 8, 2023

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত রমজান মাসে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছিল। মাঝে কদিন তাপমাত্রা কমলেও জেলায় উপর দিয়ে তীব্র তাপদাহ শুরু হয়েছে।

সোমবার (৮ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক।

এর আগে গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম বলেন, গতমাসে রমজানে তীব্র তাপমাত্রায় জনজীবন অস্থির হয়ে পড়েছিল। মাঝে কয়েকদিন তাপমাত্রা কম হলেও আবার গরমের তীব্রতা শুরু হয়েছে। রোদের তাপে বাইরে বের হওয়া যাচ্ছেনা।

রিক্সা চালক ফজলু মিয়া বলেন, বেশ কিছু দিন গরম কম ছিল। দুদিন ধরে গরমের তীব্রতা বাড়ছে। এভাবে বাড়তে রিক্সয়া চালানো মুশকিল হয়ে যাবে। গরম বাড়লে লোকজন বাইরে থাকেনা বেশি।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপ রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিনা সন্ধ্যা ৬টার পর জানা যাবে। তাপমাত্রা আরও বাড়বে বলে জানান তিনি।