বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে দুইটি স্বর্ণের বারসহ তানভীর (২৩) নামে বাংলাদেশি এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।
রবিবার (৭ মে) দুপুর দেড়টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ওই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। সে ঢাকার দোহার থানা সদরের মজিবর রহমানের ছেলে। তার পাসপোর্ট নম্বর-ই০০৩৬১৩২২।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে জানান, ভারতগামী একজন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে এমন গোপন সংবাদ পেয়ে দুপুরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়। এ সময় পাসপোর্টধারী যাত্রী তানভীরকে সন্দেহজনকভাবে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণ আছে স্বীকার না করায় তাকে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে তার পেটে এক্সরে করে বেলুনে মোড়ানো দুটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩২ গ্রাম এবং সিজার মূল্য ১৬ লাখ ২৪ হাজার টাকা।
আটক তানভীরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্বর্ণগুলো সরকারি ট্রেজারীতে জমা প্রদান করা হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দার ওই কর্মকর্তা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বেনাপোলে যাত্রীর পেটে মিললো ১৬ লাখ টাকার স্বর্ণের বার https://corporatesangbad.com/27634/ |