সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

Posted on May 7, 2023

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৭টি কোম্পানির ১৫ কোটি ৩৫ লক্ষ ৭ হাজার ৪৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৪৬ কোটি ২১ লক্ষ ৩৭ হাজার ৬০২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.১৮ পয়েন্ট বেড়ে ৬২৬৯.৩৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৮১ পয়েন্ট কমে ২২০৩.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭৮ পয়েন্ট বেড়ে ১৩৬৮.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, ইস্টার্ন হাউজিং, সী পার্ল বীচ, একমী ল্যাব্রেটরিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইউনিক হোটেল, লাফার্জহোলসিম, নাভানা ফার্মা, জেমিনী সী ফুড ও আমরা নেটওয়ার্ক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, হাওয়া ওয়েল টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, ইয়াকিন পলিমার, অগ্নী সিস্টেম, মাইডাস ফাইন্যান্স, একমী ল্যাব্রেটরিজ ও জেমিনী সী ফুড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন ব্যাংক, সী পার্ল বীচ, লিগ্যাসী ফুটওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, রহিমা ফুড, আমরা নেটওয়ার্ক, মনোস্পুল পেপার, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও ইউনিক হোটেল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬৪৫৭২৩০৪৭৫৩.০০।