মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝির উপর হামলা করতে এসে এক রোহিঙ্গা সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাতে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার আমির জাফর।
তিনি জানান, ১৩ নাম্বার ক্যাম্পের জি-১ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেনের উপর হামলা করতে আসে ২৫/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের গুলিতে সাবমাঝি সৈয়দ হোসেনের মা রমিদা বেগম গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসময় স্থানীয়রা এগিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। এতে অজ্ঞাত ওই সন্ত্রাসী নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মাঝির উপর হামলা করতে এসে রোহিঙ্গা সন্ত্রাসী খুন https://corporatesangbad.com/27478/ |