তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে (৫ই মে) শুক্রবার উপজেলার কর্মধা ইউপির অন্তর্গত আছকরাবাদ চা বাগানের ভিতরে স্থানীয় মোহন উড়াং এর বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর হইতে মৃত কুরফান আলীর ছেলে মাদক ব্যবসায়ী ছায়েদ আলী (৩৫), কে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশের এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার সহ একটি দল।
৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে ছায়েদকে। সে ওই এলাকার দিঘলকান্দি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ শনিবার (৬ই মে) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুস ছালেক বলেন, সিলেট রেঞ্জের ডিআইজির সার্বিক দিক নির্দেশনা ও জেলা পুলিশ সুপার, মো: জাকারিয়ার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কুলাউড়ায় গাঁজাসহ আটক ১ https://corporatesangbad.com/27438/ |