বাংলাদেশ প্রত্যাবাসন শুরু করতে চায়- আরআরআরসি

Posted on May 6, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধিঃ প্রথম বারেরে মতো মিয়ানমারের মংডু শহর ঘুরে দেখলো রোহিঙ্গারা। ২০ জন রোহিঙ্গাসহ ২৭ জনের প্রতিনিধি দলের সদস্যরা সকালে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে মিয়ানমারের পৌছে সেখানকার রোহিঙ্গাদের জন্য তৈরি শেল্টার পরিদর্শন করেন ।

পরিদর্শনে গিয়ে মিয়ানমার সরকারের কাছে নিজেদের দাবিও তুলে ধরেন রোহিঙ্গারা। শুধু আবাসন সুবিধা নয়, নিজের জমিজমা ফেরতসহ স্বাধীনভাবে চলাফেলা করতেও চায় বলে জানান রোহিঙ্গারা।

প্রতিনিধি দলের প্রধান শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের সন্তুষ্টির বিষয়টি আপেক্ষিক। সরকার আপাতত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায় বলে জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ আট লাখ ৮৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছিল।

এরপর মিয়ানমারের পক্ষ থেকে ৬৮,০০০ রোহিঙ্গার একটি ফিরতি তালিকা পাঠানো হয়। তালিকা ধরে যাচাই-বাছাই করতে গেল মার্চ মাসে বাংলাদেশ আসে মিয়ানমার সরকারের ১৭ প্রতিনিধি।