তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অদ্য শুক্রবার (৫ই মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাতের সূত্রে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিক্সা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিক্সায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে সটকে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যায় https://corporatesangbad.com/27330/ |