ডিএসইতে সূচক-লেনদেন কমলেও বেড়েছে মূলধন

Posted on May 5, 2023

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গেল সপ্তায় লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহটিতে লেনদেন হয়েছে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ টাকা। যার মোট লেনদেনের ৩৪ শতাংশই দশ বা টপটেন কোম্পানির দখলে রয়েছে। তবে বেড়েছে শেয়াবাজারে মূলধন পরিমাণ।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২৫৯ কোটি ৮১ লাখ টাকা।

গেল সপ্তায় মোট ৩ কার্যদিবেসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ টাকা। আগের সপ্তাহে ৪ কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৯০ কোটি ৩৫ লাখ টাকা বা ১৯.৬৯ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮০২ কোটি ৭৮ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৭৪৯ কোটি ৬৭ লাখ টাকা। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ২৩১টি কোম্পানির। লেনদন হয়নি ২০টি কোম্পানির শেয়ার।

সপ্তাহে ডিএসইর প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৬৯ দশমিক ১৬ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ২০৪ দশমিক ৭৫ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৬৭.৩৭ পয়েন্টে।

গেল সপ্তাহে মোট লেনদেনের ৩৪.৩১ শতাংশ শেয়ার ১০ কোম্পানির দখলে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারে। কোম্পানিটি একাই মোট শেয়ারের ৫ দশমিক ৫৯ শতাংশ লেনদেন করেছে। ইউনিক হোটেলের ৫ দশমিক ১১ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ২০ শতাংশ, লার্ফাজহোল্ডসিমের ৩ দশমিক শূন্য ৩ শতাংশ, সী পার্ল বিচের ৩ দশমিক শূন্য ১ শতাংশ, আমরা নেটওয়ার্কের ২ দশমিক ৯৯ শতাংশ, নাভানা ফার্মার ২ দশমিক ৮৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২ দশমিক ৬৮ শতাংশ, জেমিনি সি ফুডের (বি ক্যাটাগরি) ২ দশমিক ৬১ শতাংশ এবং রুপালী লাইফের ২ দশমিক ২৬ শতাংশের শেয়ার লেনদেন হয়েছে।