আল আমিন,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা ওরফে মিস্টার (৩১) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার খরিয়া কাজীর চর ইউনিয়নের পশ্চিম লংগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। একইদিন দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানা ওরফে মিস্টারের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদক হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় শেরপুরকে মাদকমুক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ। ইয়াবাসহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ১ https://corporatesangbad.com/27248/ |