পাকিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

Posted on May 4, 2023

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদ ও পেশোয়ার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পেশোয়ার, সোয়াত জেলা, উত্তর ওয়াজিরিস্তান ও ইসলামাবাদে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১৮৭ কিলোমিটার।

চলতি বছরের মার্চে পাকিস্তানে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় নয়জন প্রাণ হারায়। আহত হয় ১৬০ জনের বেশি। ধসে পড়ে বেশ কিছু ভবন।

লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট, লাকি মারওয়াতসহ অন্যান্য এলাকায় ওই কম্পন অনুভূত হয়।

২০০৫ সালের অক্টোবরে খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও জম্মু-কাশ্মীরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নারী-শিশুসহ মারা যায় অন্তত ১ লাখ মানুষ।