নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে আগামী ২৫ মে। ভোট উপলক্ষে ইতোমধ্যে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ৫৭টি সাধারণ ওয়ার্ড এবং ১৯টি সংরক্ষিত মহিলা আসনের জন্য ৪৮০টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩ মে) গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের জন্য নির্ধারিত ৪৮০টি ভোটকেন্দ্রে মোট ভোট কক্ষ তিন হাজার ৪৯৭টি। এর মধ্যে ৪৯১টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে।’
এ এইচ এম কামরুল হাসান আরও বলেন, ‘নির্বাচনে সর্বশেষ হালনাগাদ করা ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৮ জন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং কর্মকর্তা থাকবে ৪৭৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবে তিন হাজার ৪৯৭ জন, পোলিং কর্মকর্তা ছয় হাজার ৯৮৪ জনসহ মোট ভোটগ্রহণ কর্মকর্তা থাকবে প্রায় ১২ হাজার।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ ভোটকেন্দ্র নির্ধারণ https://corporatesangbad.com/26980/ |