অর্থ-বাণিজ্য ডেস্ক : রেমিট্যান্সের ডলারের দাম আরও ১ টাকা বাড়ানো হয়েছে। এতদিন প্রবাসীরা ডলার প্রতি ১০৭ টাকা পেতেন। তবে এখন থেকে ডলার প্রতি পাওয়া যাবে ১০৮ টাকা।
রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়ের ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। নতুন এ সিদ্ধান্ত সোমবার (১ মে) থেকেই কার্যকর করা হবে।
রোববার (৩০ এপ্রিল) এবিবি ও বাফেদার এক ভার্চ্যুয়াল সভায় ডলারের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতি ডলারে দাম পাবেন ১০৮ টাক, যা আগে ছিল ১০৭ টাকা। এছাড়া রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৬ টাকা। এর আগে যার দাম ১০৫ টাকা ছিল।
রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির পর গত বছরের মার্চ থেকে ডলার সংকটে পড়ে দেশ। ধীরে ধীরে সংকট প্রকট আকার ধারণ করে। সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুরুতে ডলারের দাম বেঁধে দেওয়া হয়। তবে এ সংকট কমার পরিবর্তে আরও বেড়ে যায়। গত সেপ্টেম্বরে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে আসে। ডলারের দাম নির্ধারণে দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। তখন থেকেই সংগঠন দুটি মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্রবাসীরা ডলার প্রতি ১০৮ টাকা পাবেন https://corporatesangbad.com/26947/ |