অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে ব্যয় কমিয়েছে। ২০২২ সালের শেষ ৬ মাসে এ খাতে ব্যয় হয়েছে ৫১৩ কোটি ৭৬ লাখ টাকা। যা এর আগের ৬ মাসের তুলনায় ১০১ কোটি ৬৩ লাখ টাকা কম।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সিএসআর সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের প্রথম ৬ মাসে (জানুয়ারি- জুন) সিএসআর খাতে ব্যাংকগুলো ব্যয় করেছিল ৬১৫ কোটি ৩৯ লাখ টাকা। এরপরে জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৫১৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করেছে। এ হিসাবে শেষ ছয় মাসে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয় কমেছে ১০১ কোটি ৬৩ লাখ টাকা।
তবে আগের বছরের একই সময়ের তুলনায় সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় বেড়েছে। কারণ ২০২১ সালের জুলাই-ডিসম্বরে এ খাতে ব্যয় ছিল ২৯৭ কোটি টাকা। ২০২২ সালে শেষ ছয় মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৩ কোটি ৭৬ লাখ টাকায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই-ডিসেম্বর সময়ে দেশের ব্যাংকগুলো সর্বোচ্চ ব্যয় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে। খাতটিতে ব্যয়ের পরিমাণ ৩৫৩ কোটি ২ লাখ টাকা বা মোট সিএসআর ব্যয়ের ৬৮.৭১ শতাংশ। দুর্যোগ ব্যবস্থাপনা খাতের আওতায় প্রধানত ২০২২ সালের প্রথমার্ধে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ এবং দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য অঞ্চলে শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
২০২২ সালের জুলাই-ডিসেম্বরে ব্যাংকগুলো দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে স্বাস্থ্য খাতে। টাকার অঙ্কে যার পরিমাণ ৬৩ কোটি ৯৮ লাখ টাকা। হিসাব অনুযায়ী, মোট সিএসআর ব্যয়ের ১২.৪৫ শতাংশ এ খাতে ব্যয় করা হয়েছে।
এসময় ব্যাংকগুলো তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেছে শিক্ষা খাতে। এই খাতে ৬৩ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় করা হয়েছে। যা মোট সিএসআর ব্যয়ের ১২.৩৭ শতাংশ। ব্যাংকগুলোর মাধ্যমে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকল্পে সিএসআর ব্যয় করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষা খাতের অবকাঠামো উন্নয়নেও সিএসআর ব্যয় করা হয়েছে।
তথ্য অনুযায়ী, সরকারি ব্যাংকের চেয়ে বেসরকারি ব্যাংকে সিএসআর ব্যয় বেশি হয়েছে। রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক মিলে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করেছে। বেসরকারি সব ব্যাংক ৫৯৫ কোটি ১ লাখ টাকা বা মোট ব্যয়ের ৯৬.৩৫ শতাংশ ব্যয় করেছে। আর বিদেশি ব্যাংকগুলো ১৩ কোটি ৮৯ লাখ টাকা বা মোট ব্যয়ের ২.৭০ শতাংশ ব্যয় করেছে।
তবে এই সময়ে বাংলাদেশ কৃষি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সিএসআর খাতে কোনো টাকা ব্যয় করেনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ব্যাংকের ব্যয় কমেছে সিএসআর খাতে https://corporatesangbad.com/26942/ |