সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে অভিযান চালিয়ে এক লক্ষ তিন হাজার জাল টাকাসহ মো. উজ্জল হোসেন (৩৬)' নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।আটককৃত উজ্জল হোসেন শাহজাদপুরের দারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
মঙ্গলবার (২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাসেম সবুজ।প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জাল টাকা ব্যবসায়ী মো. উজ্জল হোসেন দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে জাল টাকাসহ আটক এক https://corporatesangbad.com/26765/ |