বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

Posted on January 3, 2023

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: অবৈধ বালু উত্তোলন করে বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের শাহাপুর যমুনা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে বেলকুচি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার এই রায় প্রদান করেন।,

জানা গেছে, উপজেলার বেলকুচি ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী আমজাদ আকন্দর ছেলে আলীম আকন্দ, হযরত আলী মন্ডলের ছেলে কালাম মন্ডল ও বাতেন।

প্রভাব খাটিয়ে যমুনার তীর থেকে থেকে দীর্ঘদিন ধরে বালু তুলে ট্রাক দিয়ে উপজেলার বিভিন্ন যায়গাতে বিক্রি করছে।,

উপজেলার এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার জানান, উপজেলার শাহপুর যমুনা তীর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একজনকে বালু ভর্তি ট্রাকসহ আটক করি। এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।