সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জে বাস এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ দুইজনের অবস্থা আশঙ্কা জনক।
সোমবার (০১ মে) বিকাল ৫ টায় রায়গঞ্জ উপজেলার কালিকাপুর জোড়া ব্রিজ নামক স্থানে ঢাকা বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে,।
নিহতরা হলেন-পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার লক্ষীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০), মেয়ে রানু আক্তার (২২) তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে'।
ঘটনাস্থলে উপস্থিত রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আশিকুর রহমান জানান, বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে ঢাকা গামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিন জন নিহত হয়, এবং এ্যাম্বুলেন্সের ডাইভারহ দুইজনের অবস্থা আশঙ্কা জনক। পরবর্তীতে লাশগুলো হাটিকুমরুল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে বাস এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ https://corporatesangbad.com/26650/ |