পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস।
সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজন সার্কিট হাউজ থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন সংরক্ষি মহিলা আসনর সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান, জেলা আওয়ামীলীগর সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান ও বিভিন শ্রমিক সংগঠনর নতাকর্মীরা।
বেলা ১১টায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সুলতান আহমেদ মৃধার সভাপতিত্বে ও জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলা আওয়ামীলী ও জেলা শ্রমিকলীগের অংশ অংগ্রহনে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে বঙ্গবন্ধুর মুরালে গিয়ে শেষ পুষ্পস্তবক অর্পণ করে জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পটুয়াখালীতে মে দিবস পালিত https://corporatesangbad.com/26647/ |