তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে মুঠোফোনে নকল করার দায়ে জাকির উদ্দিন নামে ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।রোববার (৩০ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে ওই হলের দুইজন কক্ষ পরিদর্শককে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, পিসি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার জাহাঙ্গীর ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চক্রবর্তী।
এদিকে বড়লেখা মোহাম্মদীয় ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে মুজিবুর রহমান নামে একজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক।বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে করে বলেন, ‘পরীক্ষার প্রথম দিনেই মুঠোফোনে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নকল করায় শিক্ষার্থীকে বহিস্কার; ৩ পরিদর্শকের অব্যাহতি https://corporatesangbad.com/26638/ |