টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বাঘীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তফা। ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশনি আক্তার (১৩) ও একই এলাকার জয়নাল আবেদিনের মেয়ে ভাইঘাট উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বিথী আক্তার (১৩) ও উপজেলার নরিল্যা সাহা পাড়া গ্রামের ইজিবাইকচালক আ. হাকিম (৬০)।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি এইচ এম জসীম উদ্দিন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টিএস পরিবহন একটি বাস ঘটনাস্থলে অটোরিকশা ও ভ্যানকে চাপা দেয়। এতে অটোরিকশার ২ যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে একজনের মৃত্যু হয়।
অপর ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি, অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, রোববার দুপুরে জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হয়েছেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ৪ https://corporatesangbad.com/26471/ |